আলোচিত সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরু নিলামে বিক্রি করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে ১২০০ টাকা কেজি দরে এর মাংস বিক্রি করা হয়। আরও পড়ুনআরও পড়ুনকাঠগড়ায় খোশগল্পে মাতলেন ‘ছাগলকাণ্ডের’ মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানখলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান বলেন, ‘ব্রাহমা জাতের পাঁচটা গরু আমি নিলামের মাধ্যমে পেয়েছি। ১১ জন নিলামে অংশ নিয়েছিলেন।’ পাঁচটা গরু বিভিন্ন দামে কিনেছেন বলে জানান। তিনি আরও বলেন, ‘জনসমক্ষে মাংস কেটে এখন বিক্রি করছি। বিক্রিতে মানুষের ভালো সাড়া পাচ্ছি। উচ্চ মূল্যের এ গরুর মাংস কম মূল্যে বিক্রি করছি যাতে সাধারণ মানুষ খেতে পারে।’ আরও পড়ুনআরও পড়ুন‘পল্টি মারলেন’ সাদিক এগ্রোর ইমরানএক ক্রেতা বলেন, ‘গরু, মহিষ ও খাসির মাংস তো খেয়েছি, কিন্তু ব্রাহমা জাতের গরুর মাংস কখনো খাইনি। তাই টেস্ট করার জন্য মাংস...