শাহজাদপুর পৌরসভার ডাকবাংলাপাড়ার ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের বেসরকারি একটি হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এ আদেশ দেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নবজাতক এক শিশুর মৃত্যু এবং তার লাশ গুম করার চেষ্টার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন । এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুদ রানা , থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে গত বুধবার বিকেলে পিস ল্যাব এ্যান্ড হসপিটালে উপজেলার ফরিদপাঙ্গাসী গ্রামের শাহাদাত হোসেনের গর্ভবতী স্ত্রী সোনিয়া খাতুনকে সিজারিয়ান অপারেশন করা হয়। হাসপাতালের অব্যবস্থাপনায়...