ঢাকা: রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গ্রেপ্তাররা হলেন- মো. রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। সবুজবাগ থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা...