২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম ভারতীয় অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের ওটিটি প্ল্যাটফর্ম 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে ২০২১ সালে এক বিলাসবহুল ক্রুজের পার্টিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছিলেন মি. ওয়াংখেড়েই। সেই সময় আরিয়ান খানের বয়স ছিল ২৩ বছর। তার বিরুদ্ধে মাদক সেবন এবং মাদক রাখার অভিযোগ তোলা হয়েছিল। পড়ে অবশ্য আরিয়ান খানকে এই মামলায় 'ক্লিন চিট' দেওয়া হয়েছিল। ওই মামলার তদন্তকে ঘিরে আবার পাল্টা প্রশ্ন ওঠে মি ওয়াংখেড়ে এবং আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে কম বিতর্ক হয়নি। সম্প্রতি রেড চিলিজ প্রযোজিত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড'- এর মুক্তির...