রান করতে যেন ভুলেই গেছেন সাইম আইয়ুব। এশিয়া কাপে বারবার শূন্য রানে আউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়া টপ অর্ডার ব্যাটসম্যানকে পাকিস্তান দলের বোঝা মনে করছেন ওয়াকার ইউনিস। তাকে একাদশ থেকে বাদ দিতে বলেছেন দেশটির পেস বোলিং গ্রেট। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি সাইম। শূন্য রানের হ্যাটট্রিক করে নাম তোলেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে ওপেন করে শূন্য রান করা ছয় ব্যাটসম্যানের একজন তিনি। সুপার ফোরে ভারতের বিপক্ষে ২১ রান করার পর শ্রীলঙ্কা ম্যাচে করতে পারেন কেবল ২ রান। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফের শূন্য রানে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এবারের এশিয়া কাপে ৬ ইনিংসে এখন পর্যন্ত চারবার রানের খাতা খুলতে ব্যর্থ সাইম। তাতে আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডে রান উঠে...