২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনসমূহ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী শহরের শিক্ষা চত্বর মোড়ে জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহ হুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে...