বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে ভারতের। এ নিয়ে চলমান এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে মাঠের খেলার চেয়ে বাইরের ঘটনার জন্যই বেশি আলোচনায় ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচ। ফাইনালে মাঠে নামার আগে ভারতীয় অধিনায়ককে সতর্ক করেছে আইসিসি। মূলত গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদবের করা মন্তব্য নিয়ে আইসিসিতে আপত্তি জানায় পাকিস্তান। সেই আপত্তির শুনানি শেষে সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ শেষে চলতি বছরে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে করা মন্তব্যের জন্য আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির...