নাটকে শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে নিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগপত্রে ভুক্তভোগী ওই নারী নিজেকে একজন অভিনেত্রী ও মডেল হিসেবে দাবি করেছেন। পরে অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামে দুজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাছির নাটকের পরিচালক ও বাবর তার সহযোগী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। অভিযোগপত্রে সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন অভিনেত্রী ও মডেল। মামলায় অভিযুক্ত মো. নাছির নাটকের পরিচালক ও মো. বাবর তার সহযোগী। গত রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে শুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টের কক্ষে আটকে...