নাম বদলে দেশের ফুটবলের শীর্ষ আসর এখন ‘বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)’। নতুন নামে শুরুটা ভালো হয়নি আবাহনীর। পেশাদার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন দলটি লিগ শুরু করলো পয়েন্ট হারিয়ে। শুক্রবার মুন্সিগঞ্জে মারফুল হকের দল গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ এমএফএস এর বিপক্ষে। রহমতগঞ্জের বিপক্ষে লিগে টানা দুইবার ড্র করলো আবাহনী। গত মৌসুমের দ্বিতীয় পর্বে দুই দলের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। হারানো শিরোপা উদ্ধার করতে এবার বেশ কোমর বেঁধেই নেমেছিল আবাহনী। গত মৌসুমের সেরা ফুটবলার মোহামেডানের সোলেমান দিয়াবাতে ও স্থানীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা আল-আমিনকে নিয়ে আক্রমণভাগ শক্তিশালী করেও প্রথম ম্যাচে গোল আদায় করতে পারেনি আবাহনী। এমন কি ১০ জনের দল পেয়েও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আবাহনী। ৩৯ মিনিটে রহমগঞ্জের মোহাম্মদ আরাফাত হোসেন লালকার্ড দেখলে বাকি ৫১ মিনিট দলটি একজন কম...