ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেশকিছু অনিয়মের অভিযোগ তুলে সিসিটিভি ভিডিও প্রকাশে ছাত্রদলের আবেদনকে ‘অনির্দিষ্ট’ ও ‘সারবত্তাহীন’ বলে বিশ্ববিদ্যাল প্রশাসন যে বক্তব্য দিয়েছে, সেটিকে ‘অত্যন্ত অস্পষ্ট’ বলছে বিএনপির ছাত্র সংগঠনটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অভিযোগ এড়িয়ে যাওয়ার কৌশল কি না, শুক্রবার এক বিবৃতিতে সেই প্রশ্নও তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিবৃতিতে বলা হয়, “ছাত্রদল সমর্থিত প্রার্থীদের তোলা ১১টি অভিযোগের বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবৃতি প্রকাশ করেছে। মোটাদাগে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের আবেদনগুলোকে ‘অনির্দিষ্ট’ বলা হয়েছে। কিন্তু প্রার্থীরা তাদের আবেদনপত্রে সুনির্দিষ্টভাবে হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কেন্দ্রের কিছু নির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য আবেদন করেছেন। আর ভোটার উপস্থিতির বিষয়ে শিক্ষার্থীদের উত্থাপিত সন্দেহের বিষয়টি নির্বাচনের দিনের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ...