জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের খোঁজ মিলেছে। নিখোঁজের পাঁচদিন পর আজ শুক্রবার দুপুরে পূর্বাচল এক নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় মামুনুর রশীদকে উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার উপ-পরিদর্শক সাদিক রহমান জানান, পূর্বাচল জামে মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার তাঁকে উদ্ধার করা হয়। এর পর চিকিৎসার জন্য তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। এর আগে, সকালে রাজধানীর শাহবাগে মামুনুর রশীদের সন্ধান দাবিতে মানববন্ধন করে নিখোঁজের পরিবার। তাঁরা দাবি করেন, মাদরাসার পরিচালক মামুনের সঙ্গে কারো ব্যবসায়িক বিরোধ ছিল না। জুলাই অভ্যুথ্থানে অংশ নেওয়ার কারণে আওয়ামী...