শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নবনির্মিত তিনটি হলের নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয় ২৪ হল। প্রথম ছাত্রী হলের নতুন নামকরণ করা হয়েছে আয়েশা সিদ্দিকা হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ফাতিমা তুজ-জাহরা হল। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত তিনটি আবাসিক হলের নাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলেদের নতুন হলের নাম রাখা হয়েছে গাজী বোরহান উদ্দিন...