ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান। মৃতরা হলেন- জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। বগডহর গ্রামের বাসিন্দা চান বাদশা বলেন, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তিশা ও আরিয়ান। কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে প্রথমে একটি মরদেহ দেখতে পান। “এরপর আরও একটি মরদেহ উদ্ধার হয়। পরে এলাকাবাসী দ্রুত দুই শিশুকে নবীনগর উপজেলা...