২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে সহিংস বিক্ষোভের দুই দিন পর অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে শুক্রবার গ্রেপ্তার করেছে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত এবং প্রায় ৯০ জনের আহত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) এই অস্থিরতা সৃষ্টির জন্য সরাসরি ওয়াংচুককে দায়ী করেছে। গ্রেপ্তারের একদিন আগে, এমএইচএ ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা এফসিআরএ, ২০১০ এর অধীনে বিদেশ থেকে অনুদান পাওয়ার জন্য ওয়াংচুকের অলাভজনক সংস্থা 'স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ' (এসইসিএমওএল)-এর নিবন্ধন বাতিল করে দেয় ভারত সরকার। গ্রেপ্তারের আগে, মোদি প্রশাসন যমদূতের মত ভয় পাওয়া এই জলবায়ু অ্যাক্টিভিস্ট বলেছেন, তার কারাবাস সরকারের জন্য তার স্বাধীনতার চেয়ে আরও বেশি সমস্যা তৈরি করতে পারে এবং লাদাখে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য...