ভারতের উত্তর সীমান্তে অবস্থিত এতকালের শান্ত অঞ্চল লাদাখ এখন বিক্ষোভে উত্তাল। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এই অঞ্চলটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, লাদাখের এ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবির আন্দোলনের কর্মী শিক্ষাবিদ ও ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলনে উসকানির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে একটি অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। সোনমের আরেক পরিচয় হলো ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি তৈরি হয়েছিল তার আদলে। ওই সিনেমার পর লাদাখে তার তৈরি স্কুলটিও পর্যটকদের কাছে দর্শনীয় হয়ে ওঠে। সমাজ ও শিক্ষা নিয়ে মশগুল থাকা ৫৯ বছরের এ মানুষটি ২০১৯ সাল থেকে লাদাখের...