গত এক বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় ১২ শতাংশ। আর গত ৫ বছরে সাইবার অপরাধে ভুক্তভোগী প্রায় ২ লাখ মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন প্লাটফর্মে, যা ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এমন দাবি করেন সাইবার ক্রাইম এয়্যারনেন্স নামের একটি সংগঠন। তাদের জরিপে উঠে আসে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী। আর ভুক্তভোগী ৬০ শতাংশই নারী। আরও পড়ুন: গর্ভাবস্থায় প্যারাসিটামল খাওয়ার সঙ্গে...