শুনানি শেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন বলেছিলেন, “অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন।” ইঙ্গিতটা তখনই মিলেছিল। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল সেটিরই ছাপ। বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ফিরে পেল আলোচিত ১৫ ক্লাব। যার বিরুদ্ধে আপত্তি পড়েছিল সবচেয়ে বেশি, সেই ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেল শেষ পর্যন্ত। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর আপিল শুনানি শেষে শুক্রবার বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ছিল না ছয়টি জেলা ও ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধি। চূড়ান্ত তালিকায় ছয় জেলার পাঁচটিই জায়গা, আছে ওই ১৫ ক্লাবের সবকটিই। দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দুদকের, সেগুলোর মধ্যে আছে ওই ১৫ ক্লাব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করেছিল দুদক। তদন্ত শেষ না হওয়ায়...