জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হোসানুর রহমান বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুরের মরদেহ ভাসমান...