কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় মোকারিমপুর ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পথসভার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বক্তৃতায় বলেন, “তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, তাদের সমর্থনই আমাদের ভরসা।” জনতা তার বক্তব্যে মুহুর্মুহু করতালি দিয়ে সমর্থন জানায়। পথসভায় ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেটও বিতরণ করা হয়। ড. সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কুষ্টিয়া-২ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বক্তৃতার শেষ ভাগে তিনি আরও বলেন,...