লাল বলের ক্রিকেটে লোকেশ রাহুলের ব্যাটে রানের জোয়ার চলছেই। ইংল্যান্ড সফরের দারুণ ফর্ম ঘরের মাঠে টেনে নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে রান তাড়ায় দেড়শ ছাড়ানো দুর্দান্ত ইনিংস খেললেন এই তারকা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত ‘এ’ দল। লাক্ষ্নৌতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ২১০ বলে ১৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাহুল। ৪১৪ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে। ‘এ’ দলগুলোর ম্যাচে এই প্রথম চারশ রান তাড়ায় জিততে পারল কেউ। এর আগে সর্বোচ্চ ৩৬৭ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ‘এ’ দল জিতেছিল ২০২২ সালে, হাম্বানটোটায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে। ২০০৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩৬৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সমান রান তাড়ায় ২০২৩ সালে লিঙ্কনে নিউ জিল্যান্ড...