পাকিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচে হারের কারণ খুঁজতে গেলে ব্যাটিং ব্যর্থতা সামনে আসবে। ম্যাচ শেষে হেড কোচ ফিল সিমন্সও জানিয়েছেন, ব্যাটসম্যানরা সঠিক শট নির্বাচন করতে পারেননি। ১৩৬ রান তাড়া করতে না পারায় বাংলাদেশ কোচ লিটন দাসের দলে না থাকাটাকেও বড় করে দেখছেন। চোটের কারণে লিটন ভারতের বিপক্ষে আগের ম্যাচে এবং গতকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। দলের নিয়মিত অধিনায়ক না থাকায় তাঁর অভাব কেন পূরণ করা গেল না? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে সিমন্স স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লিটনের অভাব পূরণ করার সামর্থ্য বর্তমানে বাংলাদেশের নেই। ‘আসলে আমরা এখনও এমন দল হইনি, যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণ করে ফেলব। আমরা এখনও সেখানে যেতে পারিনি। আমরা সেখানে যেতে চেষ্টা করছি। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি আমরা। এই ব্যাপারটা আমাদের জন্য বড়...