নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভয়াবহ চোটে পড়েছেন জোভান্নি লেহোনি। প্রায় এক বছরের জন্য জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন লিভারপুলের ইতালিয়ান তরুণ ডিফেন্ডার। ইংলিশ চ্যাম্পিয়নদের কোচ আর্না স্লট জানিয়েছেন, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে ১৮ বছর বয়সী লেহোনির। এবারের গ্রীষ্মের দলবদলে পার্মা থেকে লেহোনিকে দলে টানে লিভারপুল। গত মঙ্গলবার সাউথ্যাম্পটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে দলটির জার্সিতে অভিষেক হয় তার। ২-১ গোলে জেতা ওই ম্যাচের ৮১তম মিনিটে প্রতিপক্ষের একজনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাজেভাবে পড়ে যান লেহোনি। তার চোখেমুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। লেহোনির গুরুতর চোট পাওয়ার শঙ্কা জাগে তখনই। লিগ ম্যাচে শনিবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের নতুন সদস্যের চোটের অবস্থা জানান...