চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা— ‘ডিজিট্যাক্ট ২০২৫’। গত ১৮ সেপ্টেম্বর থেকে টানা আট দিনের প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেরা মার্কেটিং ক্যাম্পেইন ও কৌশল উপস্থাপনের জন্য নগরীর ‘ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির’ দল ‘ট্যাক্ট ট্রিও’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে যথাক্রমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দল ‘দ্য কনটেন্ট চেপলেইন্স’ ও ‘থিঙ্ক ট্যাংকার্স’। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬৪টির বেশি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা কেইস অ্যানালাইসিস, ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন এবং ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেন। চূড়ান্ত পর্বে অংশ নেয় পাঁচটি দল, যারা কেইস সাবমিশন ও ফোকাস গ্রুপ ডিসকাশন রাউন্ডে নিজেদের ‘শ্রেষ্ঠত্ব’ প্রমাণ করে ‘ফিনালে’ জায়গা করে নেয়।...