সমাজ যখন আত্মকেন্দ্রিকতায় ডুবে, তখন কেউ যদি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যের জন্য জীবন উৎসর্গ করে, তাকে সমাজ কীভাবে দেখে? মূল্যায়ন করে, নাকি অবহেলায় ‘আগাছা’ বলে খারিজ করে দেয়?— এমন প্রশ্ন নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘আগাছা’। প্লাস মিডিয়ার প্রযোজনা ও বর্ণনাথের পরিচালনায় নির্মিত এই নাটক মুক্তি পেয়েছে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’-এ। নাটকের প্রধান চরিত্র মাসুদের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান চৌধুরী। একেবারে সরল ও স্বার্থহীন চরিত্রে নিজস্ব ধারা ভেঙে অভিনয় করে আবারও প্রমাণ করেছেন নিজের বহুমুখী সক্ষমতা। অপরদিকে সামান্তা পারভেজও অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। আবহমান গ্রামবাংলার প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে সমাজ ও পরিবারে ‘অস্তিত্বহীন’ একজন মানুষের করুণ অথচ আবেগঘন জীবনচিত্র তুলে ধরা হয়েছে।...