শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এ বছর সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় র্যাব সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে, পূজার সময় যেন কোনো উসকানিমূলক কর্মকাণ্ড না ঘটে, তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, মোবাইল টহল দল ও কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে র্যাব গোয়েন্দা তৎপরতা ও মোবাইল টহল কার্যক্রম জোরদার করেছে। ঢাকায় ৯৪টি মোবাইল টহল, সারাদেশে ২৮১টিউইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, ২৫ সেপ্টেম্বর থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে ৯৪টি এবং সারাদেশে ২৮১টি মোবাইল টহল দল...