পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাগো নিউজের নিজস্ব প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুরসকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের ব্যানারে একটি মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, লক্ষ্মীপুরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ (গাজীপুর)সকালে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আফতাব উদ্দিন, সেক্রেটারি মো. তাইজুল ইসলাম, সাবেক আমির মো....