চোট কাটিয়ে ফিরছেন লামিন ইয়ামাল। রবিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেপ্টেম্বরে হওয়া আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময় ইনজুরিতে পড়ে টানা চার ম্যাচ মিস করেছেন ইয়ামাল। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন টানা দ্বিতীয়বার কোপা ট্রফি জেতা ইয়ামাল। ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে লিখেছেন,'হে! আমি ফিরছি।' লা লিগায় বার্সেলোনার প্রথম তিন ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। জাতীয় দলের হয়েও বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।...