এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। চলতি আসরে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে থারুর বলেন, ‘খেলাধুলাকে কখনো রাজনীতি বা সংঘাতের সঙ্গে মেশানো উচিত নয়। আমার ব্যক্তিগত মত, যদি পাকিস্তান নিয়ে এত আপত্তি থাকে, তাহলে শুরু থেকেই তাদের সঙ্গে না খেললেই হতো। কিন্তু একবার খেলতে নেমে গেলে খেলাধুলার চেতনায় খেলা উচিত এবং হাত মেলানো উচিত। ’ তিনি স্মরণ করিয়ে দেন, ‘১৯৯৯ সালে কারগিল যুদ্ধ চলাকালেও, যখন সীমান্তে সৈন্যরা প্রাণ দিচ্ছিলেন, তখনও আমরা ইংল্যান্ডে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিলাম। ’ বিষয়টি নতুন করে সামনে আসে ভারত–পাকিস্তানের আলোচিত ম্যাচে, যখন টসের সময় দুই দলই ম্যাচ রেফারির পরামর্শে প্রচলিত হ্যান্ডশেক...