লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনকারী ও র্যামন ম্যাগসেসে পুরস্কারজয়ী অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেফতার করেছে প্রশাসন। এ আইনে দীর্ঘ সময় জামিন ছাড়া আটক রাখার সুযোগ রয়েছে। তাকে শুক্রবার রাতেই বা আগামীকাল সকালে লাদাখের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বিষয়টি জানা গেছে। বুধবার সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার পর থেকেই ওয়াংচুককে দায়ী করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, তার উসকানিমূলক বক্তব্যে সমবেতরা সহিংস হয়ে ওঠে। তবে ওয়াংচুক বলেছেন, আমি যেকোনও সময় এই দাবির জন্য গ্রেফতার হতে রাজি আছি। কিন্তু মনে রাখবেন, জেলে থাকা সোনম ওয়াংচুক বাইরে আন্দোলন করার চেয়েও বড় সমস্যা হবে সরকারের জন্য। গ্রেফতারের পর লাদাখে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভ্রান্ত...