অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত মানাসলু জয় করলেন দুই বাংলাদেশি বাবর আলী ও তানভীর আহমেদ। আট হাজার মিটারের বেশি উচ্চতার মানাসলুতে এভারেস্ট জয়ী বাবর আলী আরোহণ করেছেন। এটি বাবরের চতুর্থ ৮ হাজারি শৃঙ্গে সফলতা। অপরদিকে নিজের প্রথম কোনো ৮ হাজারি পর্বতে অভিযানে সফল হয়েছেন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ।‘মানাসলু অ্যাসেন্ট : ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানের আউটফিটার ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’র স্বত্বাধিকারী বোধা রাজ ভাণ্ডারির বরাতে দুজনের চূড়ায় আরোহণের তথ্য দিয়েছেন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তারা মানাসলু পর্বত শীর্ষে পৌঁছান। এই দুজনের সঙ্গে গাইড হিসেবে আছেন বীরে তামাং এবং ফুর্বা অংডি শেরপা। ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’ খ্যাত এই চূড়ার অবস্থান নেপালের মানসিরি হিমাল রেঞ্জে।বাবর আলী পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স...