মুন্সিগঞ্জের শ্রীনগরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজহার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকার মৃত মঙ্গলের ছেলে। তিনি শ্রীনগর এলাকার শরবত বিক্রেতা। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আজহার পার্শ্ববর্তী জুলহাসের বাড়ির ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে শুক্রবার সকালে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর মা কাজ শেষে বাড়িতে ফিরে অভিযুক্ত আজহারকে দেখে চিৎকার দেন। এ...