ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রাণঘাতী সহিংসতার দুদিন পর ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।খবর পিটিআইয়ের। সরকারি সূত্র জানিয়েছে, তাকে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে দীর্ঘমেয়াদী আটকাদেশের সুযোগ রয়েছে, যাতে অভিযুক্তের জামিনের কোনো সুযোগ থাকে না। সূত্রগুলো জানিয়েছে, তাকে আজ রাতেই বা আগামীকাল সকালে লাদাখ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। একসময় কাশ্মীরের অংশ থাকা লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন বুধবার (২৪) সেপ্টেম্বর) প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। এতে চারজন নিহত ও অর্ধশত লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জারি হয় কারফিউ। মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীও। সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে...