গাজীপুরের শ্রীপুর উপজেলায় নাটকের কথা বলে এক নারীকে রিসোর্টে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় পরিচালক ও তার সহযোগীসহ তিনজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। এর আগে ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের ‘রাস রিসোর্টে’ এ ঘটনা ঘটে বলে জানান তিনি। আসামিরা হলেন- মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২)। আরেকজন অজ্ঞাত পরিচয়। তবে অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। মামলা থেকে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন আর্টিস্ট ও মডেল। আসামি নাছির নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। ২১ সেপ্টেম্বর রাতে শ্যুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে ওই নারীকে রাস রিসোর্টে নেওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ...