ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, তা সঠিক ছিল না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, যেসব অনিয়ম বা অভিযোগ উঠেছে, প্রশাসন সেগুলোকে একেবারেই গুরুত্ব দেয়নি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে, এটা চাপিয়ে দেওয়ার মতো অবস্থাই সৃষ্টি করেছে প্রশাসন। ডাকসু নির্বাচন নিয়ে বিরোধিতা নেই, তবে অসমতল মাঠে নির্বাচন দেওয়ার মাধ্যমে সাধারণ ছাত্রদের প্রতারণা করা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের একগুঁয়ে পন্থায় নির্বাচন দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থা...