মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মূলত বিদ্যুৎ ও পানির তীব্র সংকটকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। রাজধানী আন্তানানারিভোতে সহিংস বিক্ষোভের জেরে দেশটির কর্তৃপক্ষ রাতে ১০ ঘণ্টার কারফিউ জারি করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাজারো তরুণ বিক্ষোভকারী রাস্তায় নেমে সরকারবিরোধী স্লোগান দেন এবং নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন। রয়টার্সের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেন, ‘কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে।’ তিনি জানান, জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, যা জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে। বিক্ষোভ চলাকালীন রাজধানীর একটি...