প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবনকে করে দুর্বিষহ, আবার কখনো গড়ে তোলে পাহাড়সম শক্ত ভিতে।নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও নির্মাতা মো. ফাহাদের পরিচালনায় এমনই রহস্যময় গল্পে নির্মিত হলো বিশেষ ফিকশন ‘প্রেম আমার’। গল্পে দেখা যাবে, আরিয়ান ভার্সিটিতে মাস্টার্স করছে, পড়ালেখায় খুবই সিরিয়াস। কখনো কোনো মেয়ের দিকে ভুলেও যেন তাকায় না। অনার্সে ভর্তির পর নিশির অরিয়েন্টেশন ক্লাস, ক্যাম্পাসে দেখা হতেই চোখ লেগে যায় আরিয়ানের। নিশির চোখে চোখ রাখতেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিশির বডি গার্ড। জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লাগছে আরিয়ানের, তাও প্রথম দেখায়ই ধাক্কা খেতে হলো। আবদ্ধ পরিবেশে বেড়ে ওঠা নিশির মনে বিষয়টা ভীষণ দাগ কাটে। একপর্যায়ে তাদের মধ্যে আরও বেশি ভালো লাগা কাজ করে এবং ভালোবাসা গড়ে ওঠে। আরিয়ান একদিন জানতে পারে নিশি এক শিল্পপতি ও স্মাগলারের...