চীন আমেরিকার ছয়টি কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার এই ঘোষণা এসেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠককে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীনের নিষেধাজ্ঞা উত্তেজনা আরও বাড়িয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তিনটি মার্কিন কোম্পানিকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যা কার্যত তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য করতে নিষিদ্ধ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত ছিল, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে ক্ষুণ্ণ করছে। চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায়...