লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬৫) নামে এক বয়োবৃদ্ধা নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবক ইমনের বিরুদ্ধে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের হত্যার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন। এর আগে, ভোরবেলা জেলা স্টেডিয়ামে পূর্ব পাশের ওই বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ইমনকে স্থানীয়দের সহযোগিতায় ওই ঘর থেকে আটক করে। রাশেদা বেগমের স্বামীর নাম মৃত মোবারক উল্লাহ। তিনি তিন মেয়ে ও এক ছেলের মা। রাশেদা একাই বসবাস করতেন ওই ঘরে। নিহতদের দুই মেয়ে নূর নাহার সাথী ও কামরুল নাহার লিপি সাংবাদিকদের বলেন, ‘গতকাল তার মা প্রতিবেশী ইমনকে দিয়ে গাছ থেকে সুপারি পাড়ান। ইমন তাদের ঘরে আসলে মা তাকে শরবত খেতে দেন এবং তার পারিশ্রমিক সুপারি পাড়ার টাকা পরিশোধ করেন।...