যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় এবং শরিফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানান। শুক্রবার পাকিস্তান সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেইন্ডিয়ান এক্সপ্রেস। এ বছর এটি ট্রাম্প ও মুনিরের দ্বিতীয় বৈঠক। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, খনিশিল্প ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ আহ্বান করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও জোরদার হবে, যা দুই দেশের জন্যই উপকারী হবে।’ বৈঠক চলাকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আসিম মুনির একজন অসাধারণ মানুষ, আর প্রধানমন্ত্রীও তাই।’ আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্থান পায়। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়,...