অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে। সৌদি সরকারের নির্দেশনার কারণে তারা যে দেশে বসবাস বা অবস্থান করছেন সে দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে হজ করতে পারবেন না, করার কোনো সুযোগ নেই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে জারি করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিতশাবিপ্রবিতে প্রকৌশলীদের সঙ্গে চলমান বৈষম্য নিয়ে মতবিনিময় শাবিপ্রবিতে প্রকৌশলীদের সঙ্গে চলমান বৈষম্য নিয়ে মতবিনিময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ হতে সৌদিতে প্রেরণের ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে সতর্ক বার্তাও দিয়েছে মন্ত্রণালয়। সরকারের চিঠিতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত...