মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগমকে (৬০) নির্জন ঘরে গলাকেটে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাদারীপুর র্যাব-৮ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর চরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মাহমুদ (৩০) ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। তিনি বৃদ্ধা রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে রানু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রানু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি ঘরে একা থাকতেন। মাদারীপুর র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, হত্যা মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন...