জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত নৈশভোজে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য।” বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।আরো পড়ুন:কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না: ফরহাদ হালিমস্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না: ফরহাদ হালিম স্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তাসহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান...