২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ছিলেন জুলাই আন্দোলনের সময়কার অন্যতম সক্রিয় সংগঠক এবং কারাবন্দী শিক্ষার্থী। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শহিন ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারুলিয়ায় গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে। সাতক্ষীরায় জুলাই আন্দোলনের প্রথম সংগঠক মোহাম্মদ ইমরান...