দ্বিতীয় দফায় শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টির দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৭১ রানের পুঁজি পেয়েছিল ঢাকা বিভাগ। সিলেট স্টেডিয়ামে সেই রান তাড়া করতে গিয়ে ১৭ বল বাকি থাকতেই ১০০ রানে গুটিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। তাতে ৭১ রানের জয় পায় ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নেন ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলী। জিশান আলম ও মাহিদুল ইসলাম অংকন কিছু রান করলেও তা ঠিক টি-টোয়েন্টি মেজাজে ছিল না। এর পরও ঢাকা ১৭১ রানের পুঁজি পায় আরিফুল ইসলাম ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ফিফটিতে। দুজন মিলে ৫০ বলের অবিচ্ছিন্ন জুটিতে রান এনে দেন ১০৪ রান। ৬ চার ১ ছক্কায় ৪৯ বলে ৫৯ রান করেন যুব দলের সাবেক অধিনায়ক আরিফুল ইসলাম। ম্যাচসেরা...