রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে শুক্রবার জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ইরানের হরমুজ কোম্পানি ও রোসাটমের মধ্যে ২৫ হাজার কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ এর আগে রোসাটম বুধবার ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলে জানিয়েছিল। তবে সেসময় কেন্দ্রের সংখ্যা উল্লেখ করা হয়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই চুক্তির আওতায় তৃতীয় প্রজন্মের কেন্দ্রগুলো সিরিক অঞ্চলের ৫০০ হেক্টর এলাকায় নির্মিত হবে এবং মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম হবে। চুক্তিটি মস্কোতে স্বাক্ষরিত হয়। ২০১৫ সালে ইরানের সঙ্গে ইউরোপীয়...