৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকার বেশি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছিল। তবে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায়...