ফেনীর পরশুরামে দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সম্পর্কে ভুক্তভোগীর ভাসুরের ছেলে বলে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই প্রবাসীর স্ত্রী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি ভাতিজা জিহাদের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. জিহাদ (২২) উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মৃত অশ্রু মজুমদারের ছেলে। অভিযোগে জানা গেছে, দক্ষিণ কোলাপাড়ার মো.জিহাদ (২২) দুবাই প্রবাসী চাচার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। তার স্বামী এক বছর ধরে প্রবাসে রয়েছে। অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় ব্যক্তি জাফর আহমেদ বলেন, প্রবাসীর স্ত্রী এলাকার...