বিহারের নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে পড়েছে সেখানকার পরিস্থিতি। বিশেষ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করছে বিহারে অনেক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যারা সেখানকার ভোটের চিত্র পাল্টে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে বিরোধী দলগুলোর ওপর দায় দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন বিহারে তারা বাংলাদেশিদের অনুপ্রবেশে সুযোগ করে দিচ্ছে। এ নিয়ে কথা বলেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। তবে দিল্লিতে মোদির বাংলাদেশি বোন হাসিনা বসে আছে। তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিশেষ করে বিহারের সীমাচলে কোনো বাংলাদেশি নেই বলে জানান তিনি। এই সীমাচলে তার দল সর্বশেষ নির্বাচনে জয় লাভ করেছিল। ওয়াইসি বলেছেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি রয়েছে। মোদিজি বিহার এবং সীমাচল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু বাংলাদেশ থেকে আপনার বোন আছে। যিনি...