একটি বিশেষ দল ৭২ এর সংবিধান কিংবা অতীতের নির্বাচনি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢালা মহানগর দক্ষিণের আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গাজী আতাউর রহমান বলেন, ‘৫ আগস্টের পর বিশেষ কিছু রাজনৈতিক দল কোনো পরিবর্তন চায় না। তারা চায় আগের মতোই দেশ চলুক।’ ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘একটি বিশেষ দল ৭২ এর সংবিধান কিংবা অতীতের নির্বাচনি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় না। তারা শুধু ক্ষমতা চায়, যেন-তেনভাবে...