বাগেরহাট:বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দশানী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ। বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধিতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো সহিযোগিতা করবে না বলে হুঁশিয়ারি দেন...